▪︎ফ্রান্স বাংলা ডেস্ক: ফ্রান্স থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ইউরো বাংলা টুয়েন্টিফোর এর ২০২০ সালের বর্ষসেরা প্রতিবেদক মনোনিত হয়েছেন স্টাফ রিপোর্টার লিমা জান্নাত শ্যামা।
সত্য ও ন্যায় প্রকাশের প্রত্যয় নিয়ে Euro-Bangla24 নিউজ ২০২০ সালের জুন মাসে যাত্রা শুরু করে । বিগত কয়েক মাসের মধ্যেই সকলের দোয়া ও ভালোবাসায় Euro Bangla 24 আজকের অবস্থানে এসেছে। পাঠ ও শুভাকাঙ্ক্ষীদের প্রয়োজনীয় সকল নিউজ পৌঁছে দেওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা উক্ত পোর্টালের প্রতিনিধিবৃন্দ। যাদেরকে নিয়ে ইউরো-বাংলা টুয়েন্টিফোর এর পরিবার।
২০২১সালে পদার্পণ করার সাথে সাথে ২০২০ সালে যারা eurobangla 24 নিউজে বিশেষ অবদান রাখতে পেরেছেন তাদের একটি তালিকা প্রকাশ করা হল। তবে Euro-Bangla24 এর সকল প্রতিনিধি ও রিপোর্টার অত্যন্ত মেধা ও মননের সাথে কাজ করছেন। তাদের অবদান অনস্বীকার্য।
সকল প্রতিনিধিদের মধ্যে থেকে সেরা চার এ যাদের নাম উঠে এসেছে :
▪︎মাহবুবুর রাহমান ▪︎নাজহাত জান্নাত সীমা
▪︎ফরিদ আহমেদ ▪︎লিমা জান্নাত শ্যামা
সেরা পরামর্শক নির্বাচিত হয়েছেন- ▪︎শেখ খায়ের শাহান । সেরা আন্তর্জাতিক রিপোর্টার নির্বাচিত হয়েছেন- ▪︎মাহবুবুর রাহমান ।
<সেরা কন্ঠ নির্বাচিত হয়েছেন- ▪︎নাজহাত জান্নাত সীমা বার্তা সম্পাদক eurobangla24।
eurobangla24 সেরা চিত্রগ্রাহক নির্বাচিত হয়েছেন- ▪︎মোহাম্মদ সাদ আশরাফ
ইউরো বাংলা টুয়েন্টিফোর “২০২০” সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন একজন। তিনি স্টাফ রিপোর্টার, লিমা জান্নাত শ্যামা।
উল্লেখ্য : নিউজ, লাইভ উপস্থাপনা, নিউজের ভয়েস, ভিডিও নিউজ এবং সাহসিকতা এর উপর বিচার-বিশ্লেষণ করে, সেরা প্রতিবেদক নির্বাচন করা হয়েছে। সেরা প্রতিবেদক এর জন্যে থাকছে eurobangla24 এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা উপহার।
বিচারক এর দায়িত্বে ছিলেন
_________________________
▪︎Salim Aziz (প্রকাশক) eurobangla24 এবং শ্রেষ্ঠ জেলা প্রতিনিধি এশিয়ান টিভি।
▪︎কায়সার আহমেদ
সম্পাদক eurobangla24
▪︎Ashraf Ahmed ” সাবেক বার্তা সম্পাদক eurobangla24।
▪︎ধন্যবাদ ও কৃতজ্ঞতায়
কায়সার আহমেদ
সম্পাদক Euro-Bangla24