পূর্ব ইউরোপের মৌসুমী শ্রমিক অাসতে না পারার কারণে স্পেনের কৃষি অর্থনীতি সচল রাখতে ‘কৃষি’ কাজ করার জন্য স্পেনে থাকা অবৈধ বা কাগজহীন অভিবাসীদেরকে কাজের বিশেষ অনুমতি দিয়েছে স্পেন সরকার ।
কাগজহীন অভিবাসিদের মধ্যে যাদের বয়স ১৮ থেকে ২১ বছর মধ্যে তাদের অগ্রাধিকার দেয়া হবে । ‘কৃষি’ কাজে এবং অর্থনীতিতে অবদানে জন্য সেসব অবৈধ কাগজহীনদের ‘করোনা’ সংকট পরবর্তী সময়ে কাগজ দেয়ার বা বৈধ করার প্রক্রিয়ায় আনা হবে ।
আবেদন করতে হবে এই লিংকে:-https://sede.sepe.gob.es/contenidosSede/generico.do?pagina=utilidades/politica_cookies.html