▪︎সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে আজাদ আলী নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
গত ২২ শে জানুয়ারি শুক্রবার দেশটির বাতহা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
জানা গেছে, তিনি কুষ্টিয়া সদরের ইনু মসজিদ বাড়ি লেনস্থ আরুয়া পাড়ার আবেদ আলীর ছেলে। তার মরদেহ বর্তমানে দেশটির আল আহসা স্থানীয় পুলিশের হেফাজতে রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত চারদিন পার হলেও এখনো নিহতের পরিবারের কারো সাথেই যোগাযোগ করা সম্ভব হয়নি।
মারা যাওয়া ব্যক্তি কারো পরিচিত হয়ে থাকলে পূর্বাঞ্চলে রাজধানী রিয়াদ বাংলাদেশ দূতাবাসের নম্বরে ০৫৬৮৩০১৪১৪/০৫৭০২১২১৮০ যোগাযোগ করতে বলা হয়েছে।
নিহতের পরিবারের সন্ধ্যান পেতে নিউজটি বেশি করে শেয়ার করুন …..