ফ্রান্সে শিশু অপহরণ ! By নিউজ ডেস্ক - রবিবার, ৯ ফেব্রুয়ারি , ২০২০ ইং 0 434 Facebook WhatsApp Twitter Viber Print ইনসেটে অপহৃত শিশু ভ্যানিল ফ্রান্সের পশ্চিমের নানতিস শহরের হোটেল রুম থেকে গতকাল ভ্যানিল নামে ১ বছরের ছোট শিশুকে ‘অপহরণ’ করা হয় । শিশুটিকে উদ্ধার করতে ফ্রান্স পুলিশ বিশেষ তৎপরতা চালাচ্ছে বলে পুলিশ জানিয়েছে এবং একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ! সূত্র : bfmtv