ইতালির দক্ষিণের Palermo শহরে গতকাল ২১ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে ১১ অস্ত্রধারী সন্ত্রাসীর হামলায় Palermo শহরে বাংলাদেশীদের বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত ও লুট হয় । এসময় সন্ত্রাসীরা কয়েকজন ব্যবসায়ীকে ছুরি দিয়ে আঘাত করে মারকত্মক জখম করেছে । এই ঘটনায় সর্বশেষ খবরে ১১ বর্ণবাদী জঙ্গি খ্রিষ্টান যুবকদের গ্রেফতার করেছে ইতালি পুলিশ !
সূত্র : ansa
Www.francebanglanews.com