ইতালি প্রতিনিধি: ইতালির মিলানে ৬ বাংলাদেশির হাতে এক বাংলাদেশি খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত চারজনকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকারীরা পাঁচজন আপন ভাই এবং এক ফুপাতো ভাই। দ্রুতই তাদের বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।
শনিবার রাতে বাণিজ্যিক নগরী মিলানে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে হাতুড়ি, চেইনসহ খুনিদের ফেলে যাওয়া বেশ কিছু আলামত উদ্ধার করে। নিহত ওই বাংলাদেশির নাম রশিদ হাওলাদার। বয়স ৪৪ বছর। তাদের সবার দেশের বাড়ী মুন্সীগঞ্জ। তাদের মধ্যে বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এ হত্যার ঘটনায় ইতালি বাংলাদেশী প্রবাসীরা খুবই ক্ষুব্ধ । “ফ্রান্স বাংলাকে” দেয়া সাক্ষাৎকারে একাধিক প্রবাসী বলেন – করোনা ইস্যু নিয়ে ইতালিতে আমরা খুবই উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে সময় অতিবাহিত করছি। তার মধ্যে এরকম একটি হত্যাকাণ্ড যা আমাাদেকে হৃদয়ে আঘাত হেনেছে ।এসময় তারা ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।
য বাংলা- ২০ /০৭/২০২০