● রাফিন নাহিদ,ইতালি
ইতালিতে প্রতি ঘন্টায় বাড়তেছে ‘করোনা’ ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা । সর্বশেষ খবরে ইতালির উওরের Codogno শহরে আক্রান্ত সংখ্যা ১৫২ ছাড়িয়েছে । আজ ২৩ ফেব্রুয়ারী সকালে দ্বিতীয় বিকালে তৃতীয় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয় । অন্যদিকে আজ ইতালির ট্যুরিস্ট বহুল ‘মিলান’ শহরের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পার্ক, পাবলিক প্লেস বন্ধ করে দেয়া হয়েছে । শহরের বাসিন্দাদেরকে গৃহবন্দি থাকতে বলা হয়েছে ।
আগামীকাল ২৪ ফেব্রুয়ারী থেকে মিলান শহর থেকে কাউকে বের হতে বা বাহিরের কোনো শহর থেকে আসাদের ঢুকতে দেয়া সীমিত করা হবে ।
মিলান শহরে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের বসবাস ।
ইটালিতে বসবাসকারী সকল বাংলাদেশী, কোন কারনে জ্বর সর্দি ,কাশি হলে বা করোনা ভাইরাস হওয়া সন্দেহ হলে দেরি না করে সাথে সাথে নিচের দেওয়া তিনটি নাম্বারের যেকোনো একটিতে যোগাযোগ করে সহযোগিতা নেবেন। তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নেবে আপনার সুচিকিৎসার জন্য
24 Allerta virus Info e contatti Numero verde comuni focolaio 800894545 Numero emergenza Ministero Salute 1500 Numero unico (Regione Lombardia) 112 Ministero della Salute www.salute.gov.it
Www.francebanglanews.com